বাদ গেলো জিবেশ সরকার, অবশেষে তৈরি হল সিপিএমের নতুন রাজ্য কমিটি
নিজস্ব সংবাদদাতা : ফের সর্বসন্মতিতে সিপিএমের (Cpim) রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। নতুন করে গঠন করা হয়েছে রাজ্য কমিটিও। বেশ কিছু উল্লেখযোগ্য মুখ যেমন রাজ্য কমিটি থেকে বাদ পড়েছে, তেমনি কয়েকজনকে অন্তর্ভূক্তও করা হয়েছে। ২৭ তম রাজ্য সম্মলেন (Cpim State Conference) থেকে মোট ৮০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মহিলা সদস্য ১৪ জন। ১১ জন নতুন মুখ।

বাদ পড়ার মধ্যে রয়েছেন, একসময় পশ্চিম মেদিনীপুরের দোর্দণ্ড প্রতাপ নেতা তথা বাম আমলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। সুশান্ত যেমন রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন তেমনি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিতেও জায়গা হয়নি তাঁর। ৯০ দশকে রাজনীতির পাদপ্রদীপে আসা গড়বেতার এই প্রাক্তন বিধায়ক ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেপ্তার হন। পরে তিনি ছাড়া পেলেও পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক হন। তাঁকে রাজ্য কমিটির সদস্যও করা হয়। কিন্তু এবারের সম্মলনে তাঁকে বাদ দেওয়া হল। উত্তরবঙ্গ থেকে বয়সের কারণে বাদ দেওয়া হল জীবের সরকারকে। বয়সজনিত কারণে তিনি নিজেই অনুরোধ জানিয়েছিলেন বলে খবর।