বাধা উঠলেও এখনো সিদ্ধান্ত জানা যায়নি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: আমরা কি করবো এখনো ঠিক করিনি, এমনটাই জানালেন উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজ পড়ুয়া। ফোন করে সিদ্ধান্ত নেব । তারপরে আমরা নিজেরা একটা বৈঠক করবো , আমাদের কি হবে এবং আমরা পরবর্তীতে কি করতে চলেছি এটা জানা যাবে ওই বৈঠকের পরেই। এদিনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়ার ডাক্তাররা , নিজেদের অবস্থানে অনর ছিলেন।

তারা আরও বলেন মানুষের সমস্যা হোক আমরা তা চাই না, চিকিৎসা না করতে পারলে আমাদেরও ভালো লাগেনা , শুধুমাত্র টাকার জন্য আমরা এ কাজ করি না। একজন জুনিয়র ডাক্তার আরো জানান আমাদের লক্ষ্য ছিল প্রতিবাদকে জোরদার করা , এবং অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য আন্দোলন করা। আমরা মনে করছি সেদিক দিয়ে আমরা অনেকটাই সফল, তাই আপাতত আমরা আমাদের আন্দোলন স্থগিত রাখছি, বলেও জানান ওই জুনিয়র ডাক্তারি পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *