বাম আমলের মন্ত্রী থেকে তৃণমূলের বিধায়ক, প্রয়াত হল ‘চাষার ব্যাটা’ নামে খ্যাত রেজ্জাক মোল্লা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রয়াত হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ‘চাষার ব্যাটা’ রেজ্জাক মোল্লা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। আজ শুক্রবার সকালে ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। সক্রিয় রাজনীতি থেকেও দীর্ঘদিন ধরে দূরেই ছিলেন। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের জমানায় ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১১ সাল পর্যন্ত সেই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। বামেদের দুর্দিনেও হাতছাড়া হয়নি রেজ্জাক মোল্লার এই আসন। বাম আমলে ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী।

এদিকে ২০১৪ সালে CPIM-এর রাজ্য কমিটি রেজ্জাক মোল্লাকে দলবিরোধি কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করে। এর পর নতুন পার্টি গঠন করেছিলেন ‘চাষার ব্যাটা’ রেজ্জাক। নাম রেখেছিলেন ভারতীয় ন্যায়বিচার পার্টি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রেজ্জাকের। পরবর্তীতে ২০১৬ সালে তিনি তৃণমূলে যোগ দেন। ভাঙড় থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন ২০১৬ সালে। পান খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের ভার। যদিও ২০২১ সালে বয়সজনিত কারণে রেজ্জাককে আর টিকিট দেয়নি তৃণমূল। খানিকটা দূরত্বও তৈরি হয় দলের সঙ্গে। তার পর থেকেই অসুস্থ হয়ে কার্যত গৃহবন্দি ছিলেন। সক্রিয় রাজনীতিতে আর তেমন ভাবে দেখা যায়নি। যদিও নানা ইস্যুতে তাঁর রাজনৈতিক মতামত শোনা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *