বালুরঘাটে রসিদ না দিয়েই জরিমানা আদায়, তুমুল বিক্ষোভ করলেন যাত্রীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বালুরঘাট : রসিদ না দিয়েই জরিমানার টাকা নিচ্ছেন টিকিট চেকার। ভাতিন্ডা-বালুরঘাট এক্সপ্রেসে এই অভিযোগে বিক্ষোভ দেখাল যাত্রীরা। বালুরঘাট থেকে অনেকে গিয়েছিলেন মহাকুম্ভে। এদিন তারা বেনারস থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রত্যেকেই সংরক্ষিত আসনের যাত্রী ছিলেন। অভিযোগ, মাঝপথে টিকিট ছাড়া প্রচুর যাত্রী তোলে আরপিএফ। অবশেষে ট্রেনটি মালদা পার হতেই দুজন টিকিট চেকার স্লিপার কোচে ওঠেন। তারা যাত্রীদের টিকিট চেক করতে শুরু করেন। এদিকে ভিড়ের কারণে প্রচুর যাত্রীর সঙ্গী হারিয়ে যায় । যার কাছে টিকিট ছিল সেরকম যাত্রীরাও বেপাত্তা। ফলে কার্যত টিকিট ছাড়াই ট্রেনের কামরায় উঠতে বাধ্য হন বহু যাত্রী। সেখানে যাত্রীদের জরিমানার কথা বলেন ওই দুজন টিটি।

এদিকে যাত্রীরা অগত্যা জরিমানা দিতে রাজি হলেও তাদের কোনও রশিদ দেওয়া হচ্ছিল না। পরে কয়েক জনকে রশিদ দেওয়া হলেও বেশিরভাগ টাকা ওই দুজন টিটি পকেটে ঢোকাচ্ছিলেন বলে অভিযোগ। এদিকে রশিদ না পেয়ে স্লিপার কোচের পরিস্থিতি এদিন আরোও উত্তপ্ত হয়ে ওঠে। যাত্রীরা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ করেন। তখনই দুজন টিটি কার্যত মারমুখী হয়ে ওঠেন ।অভিযোগ ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে মোবাইল কেড়ে নিতে উদ্যত হন ওই টিটি । এমনকি আরপিএফ ডেকে প্রতিবাদী যাত্রীদের গ্রেপ্তার করার হুমকি দেন তারা। ফলে উত্তেজনা আরও চরম আকার নেয়। যাত্রী বিক্ষোভের মুখে পড়ে অবশেষে তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন ওই দুই টিকিট পরীক্ষক। পাশাপাশি, বেশ কিছু যাত্রীদের থেকে রশিদ ছাড়া জরিমানা নেওয়ায় পরে তাদের টাকা ফেরত দেওয়া হয়। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, নিয়ম মেনে জরিমানা আদায় করলে রসিদ দিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *