বাসে গ্রেনেড হামলা জম্বু তে আহত হলো বহু মানুষ
বেস্ট কলকাতা নিউজ : এখনও মিলিয়ে যায়নি পুলওয়ামা জঙ্গি হামলার ক্ষত৷ তারই মাঝে পুনরায় গ্রেনেড হামলায় কেঁপে উঠল জম্মু৷ আজ বৃহস্পতিবার সকালে একটি বাসে গ্রেনেড হামলার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক ৷ এই হামলায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছে৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ আহত স্থানীয় বাসিনদা দের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক ৷
গ্রেনেড হামলাটি ঘটানো হয়েছে শহরের প্রাণকেন্দ্রের একটি বাসস্ট্যান্ডে৷ স্থানীয়রা জানিয়েছেন, আহতরা অধিকাংশ বাস চালক ও খালাসি৷ বাসে কোনও লোক ছিল কিনা তা স্পষ্ট নয়৷ ঘটনার বিবরণ গিয়ে স্থানীয়রা জানান, সকাল এগারোটার পর বিকট শব্দে চমকে যান সকলে৷ তারা প্রথমে ভাবেন টায়ার ফেটেছে৷ কিন্তু কিছুক্ষণ পর ভুল ভাঙে ৷ বাসস্ট্যান্ড থেকে আর্তনাদের শব্দ শুনে সকলে ছুটে যান৷ গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জম্মুর সিনিয়র পুলিশ অফিসার মণীশ কুমার সিনহা সাংবাদিকদের জানান, সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ গ্রেনেড হামলাটি হয়েছে ৷ দাঁড়িয়ে থাকা একটি বাস লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়৷ খবর পাওয়া মাত্র ছুটে যায় পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷ এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনিনও জঙ্গি সংগঠন৷ এই নিয়ে তৃতীয় গ্রেনেড হামলা চালালো জঙ্গিরা৷