বিএসএফ ফের আক্রান্ত হল বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ,ব্যাপক উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুর সীমান্ত এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ(BSF)!পাল্টা গুলিতে জখম এক পাচারকারীও। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে। বিএসএফ সূত্রে খবর, তখন ভোর রাত। গঙ্গারাপুরের মল্লিকপুরে সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে পড়ে ৫ জন বাংলাদেশি দুষ্কৃতী। কবে? আজ, বুধবার। তাঁদের হাতে ছিল ধারালো অস্ত্র। এরপর যখন ওই দুষ্কৃতীরা কাঁটাতার কাটার চেষ্টা করেন, তখন ঘটনাটি নজরে পড়ে পারভেজ কুমার নামে কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের। বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাঁর উপর চড়াও হয় পাচারকারীরা। স্রেফ রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা নয়, ওই বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। এদিকে বিএসএফ দাবি, আত্মরক্ষার জন্য়ই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালান পারভেজ। জখম হন এক বাংলাদেশির পাচারকারী। গুলি লাগে পায়ে। বাকিরা অবশ্য পালিয়ে যায়। এখন গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি আক্রান্ত বিএসএফ জওয়ান ও আহত পাচারকারীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *