বিজেপি কার্যালয় থেকেই উদ্ধার হল নিখোঁজ BJP নেতার নিথর দেহ, চরম মারাত্মক অভিযোগ সুকান্তর
বেস্ট কলকাতা নিউজ : ৩ দিন নিখোঁজ থাকার পর দলীয় কার্যালয় থেকেই উদ্ধার BJP নেতার রক্তাক্ত দেহ। শুক্রবার গভীর রাতে মথুরাপুর BJP সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া মিডিয়া কনভেনর পৃথ্বীরাজ নস্করের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। উস্তি দ্বীপের মোড় এলাকায় বিজেপি কার্যালয় থেকেই উদ্ধার হয় পৃথ্বীরাজের মৃতদেহ।
নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন পৃথ্বীরাজ নস্কর। বৃহস্পতিবার উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল পরিবারের তরফে। শুক্রবার গভীর রাতে পরিবারের লোকজন কোনওভাবে জানতে পারেন দ্বীপের মোড় এলাকার বিজেপি কার্যালয়ের মধ্যে পৃথ্বীরাজ নস্করের দেহ রয়েছে। পরে ঘটনাস্থলে উস্তি থানার পুলিশ ও পরিবারের সদস্যরা পৌঁছে দেহ উদ্ধার করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায়।
এদিকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, দলের নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এব্যাপারে পুলিশকে জানানো হলেও আগেভাগে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ সুকান্তর।
এক্স হ্যান্ডলে এবিষয়ে সুকান্ত মজুমদার লিখেছেন, “পশ্চিমবঙ্গকে রক্ষার তাগিদে দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াইয়ে আবার শহীদ হলেন ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সৈনিক। তিনদিন নিখোঁজ থাকার পর আজ মথুরাপুর সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কনভেনর পৃথ্বীরাজ নস্করের নিথর দেহ উদ্ধার হয়েছে মন্দিরবাজারের দলীয় কার্যালয়ের ভিতর থেকে। কয়েকদিন আগে তাঁকে তাঁর নিজের এলাকা থেকেই তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীবাহিনী। নৃশংস খুনের আগে পৃথ্বীরাজের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। পুলিশের কাছে ওর পরিবার একাধিকবার সহায়তা চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকার পুলিশ-প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে।”