বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে ব্রাহ্মণের পা ধোয়া জল পানে বাধ্য করা হল ওবিসি যুবককে,নিন্দার ঝড় উঠলো দেশ জুড়ে
বেস্ট কলকাতা নিউজ : বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের ‘জাতি বিদ্বেষ’এর মতো ঘটনা। এমনকি চরম নিগ্রহ করা হল অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) তালিকাভুক্ত এক যুবককেও । জানা গেছে ব্রাহ্মণের পা ধুইয়ে সেই জল পানে বাধ্যও করা হয় তাঁকে। দামোহ জেলার এই ঘটনায় প্রবল নিন্দার ঝড়ও উঠেছে সমগ্র দেশ জুড়ে। ব্রাহ্মণদের অপমানের অভিযোগে তথাকথিত ‘নীচু জাতে’র এই যুবককে হেনস্থার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। সম্প্রতি জেলার সাতারিয়া গ্রামে মদ বিক্রিতে স্থানীয়দের নিষেধাজ্ঞা ঘিরে বিবাদের সূত্রপাত। নিষেধ অমান্য করেই মদ বিক্রির অভিযোগ ওঠে গ্রামের দোকানদার অনুজ পান্ডের বিরুদ্ধে। শেষপর্যন্ত অনুজ ক্ষমা চেয়ে ২১০০ টাকা জরিমানা দেন। এভাবে বিষয়টির নিষ্পত্তি হয়।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় পুরুষোত্তম নামে নিগৃহীত যুবকের একটি পোস্ট ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কুশওয়া সম্প্রদায়ের পুরুষোত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনুজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে অনুজের গলায় ছিল জুতোর মালা। সমালোচনার মুখে পড়ে কিছুক্ষণের মধ্যেই ক্ষমা চেয়ে পোস্ট মুছে ফেলেন পুরুষোত্তম। কিন্তু এতে রেহাই মেলেনি। ওই পোস্টে ব্রাহ্মণদের অপমানের অভিযোগ তুলে পুরুষোত্তমকে স্থানীয় শিবমন্দিরে তলব করা হয়। সেখানে অনুজের পা ধুইতে দিতে বাধ্য করা হয় ওই ওবিসি যুবককে। এমনিকে ব্রাহ্মণদের চাপে সেই পা ধোওয়া জল পুরুষোত্তমকে পানও করতে হয়। ভিডিওতে ব্রাহ্মণদের কাছে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে ওই যুবককে। এরপর মন্দিরের শিবলিঙ্গের সামনে জরিমানা বাবদ ৫১০০ টাকাও রাখেন পুরুষোত্তম।
এব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শোভা প্রসাদ নামে কুশওয়া সম্প্রদায়েরই এক ব্যক্তি। এর ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। দামোহর পুলিশ সুপার সুকৃতি সমওয়াংশি এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। যদিও ইতিমধ্যেই বিষয়টি খাটো করে দেখানোর চেষ্টাও শুরু হয়েছে। পৃথক ভিডিও পোস্ট করে অনুজ ও পুরুষোত্তম বিষয়টিকে ‘গুরু-শিষ্যের’ পরম্পরা বলে দাবি করেছেন।