বিজেপী একেবারেই অনৈতিক কাজ করল মহুয়া মৈত্র প্রসঙ্গে এমনটাই বললেন মমতা বন্দোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : বিজেপী সংসদকে অসন্মান করছে মহুয়া মৈত্র প্রসঙ্গে এদিন এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানালেন কিভাবে একজনকে বিপদে ফেলতে হয় বিজেপী জানে। আর সেটা যদি বিরোধী দলের হয়ে থাকে তো কথাই নেই। মহুয়া মৈত্রকে বহিষ্কারের প্রসঙ্গে এইভাবেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন তিনি আরও জানান বিজেপী ভুগছে চরম আতঙ্কে তাই এই ধরনের কাজ করছে।কার কি ভুল ধরতে গিয়ে নিজেরাই একের পর এক ভুল করে চলেছে বিজেপী। নিজেদের সবকিছু টিকিয়ে রাখতে গিয়ে দেশের মান সন্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে তারা। মহুয়া মৈত্রকে বহিষ্কার করে বিজেপী নিজেদের সচ্ছ ভাবমুর্তিকে আরো নোংরা করে রাখল। কোনদিনই এর ফল ভালো হয় নি, আর হবেও না।
মহুয়া মৈত্র আবার কৃষ্ণনগর থেকে দাড়াবে আর জীতবেও। ও প্রতিভাবান জানে কিভাবে ঘুরে দাড়াতে হয়। বিজেপী মহুয়ার পিছনে অনেক দিন থেকেই লেগেছিল কিভাবে ওকে সরানো যায় সেই চেষ্টা করছিল এবারে ওরা সফল হল। কিন্তুু মহুয়া মৈত্র ফিরে আসবে আবার, আবার জীতবে। এই অন্যায় মেনে নেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ করবে। কিভাবে কাকে সরিয়ে ফেলতে হয় বিজেপী সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে। তাই এই ধরনের একটা ঘৃন্য চক্রান্ত করে রাখল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বিজেপী পার পাবে না। ও নিজে একাই একশো। ও একাই যথেষ্ট এই জবাবের জন্য। মহুয়া মৈত্র একজন দক্ষ সাংসদ ও জানে কিভাবে লড়াই করতে হয়। ওর সাংসদ পদ কেড়ে নিয়ে বিজেপী ভেবেছে ওরা জীতে গেছে কিন্তুু সেটা হবে না। বিজেপীকে এর জবাব দিতে হবে। মানুষ মানে নি আর জনগনও মেনে নেবে না। এইভাবে কেন্দ্রে থেকে আগের কোন সরকার এই কাজ করে নি যেটা বিজেপী করল। তাই আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আমরা সবাই মহুয়া মৈত্রের পাশে আছি। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।