বিজেপী মানে নাটক আর তৃণমূল দেয় চমক , জলপাইগুড়িতে বিজেপীকে ঠিক এই ভাষাতেই তীব্র আক্রমন করলেন মুখ্যমন্ত্রী
জলপাইগুড়ি : জলপাইগুড়িতে বিজেপীকে তীব্র আক্রমন করে মুখ্যমন্ত্রী বললেন বিজেপী করে নাটক আর তৃণমূল মানেই চমক। এদিন এক বিশাল জনসভায় বিজেপীকে আক্রমন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন বিজেপী মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে আর মানুষ সেটা সহজেই মেনে নিচ্ছেন। বিজেপী সারা ভারত জুড়ে রাজনীতির বিষ বপন করে এখন মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। সেটা হবে না। মানুষ আর বিজেপীকে ফিরিয়ে আনবেন না। তাই কোন চালাকি আর চলবে না। এবারে বিজেপী চলে যাবে।
মুখ্যমন্ত্রী এদিন এও জানান সি এ এর নাম করে বিজেপী মানুষের কাছে ভীতি সঞ্চার করতে চাইছে এবার ভোট হলে বোঝা যাবে বিজেপীর অবস্থা কোথায় দাড়ায়। বাংলার মানুষ বিজেপীকে একেবারে হাওয়ায় উড়িয়ে দেবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান এবারের নির্বাচনে বিজেপী নিজেদের শেষ দেখবে তাই আপনারা সবাই তৈরী থাকুন। জলপাইগুড়িতে তৃণমূল নেত্রী এদিন জানান আমাদের দল মানুষের কাছে এবং মানুষের সাথে আছে। যখনই দরকার আমাদের পাওয়া যায়। তাই তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে ব্যাপক ফলাফল করবে। এদিন মুখ্যমন্ত্রী আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন বিজেপীর বিরুদ্ধে। তিনি জানান ভোট আসলেই ওরা ভয় দেখাতে শুরু করে দেয়। তাই ওদের আর ভয় পাওয়া চলবে না। আমাদের দল সাধারন দল একেবারেই সাধারনভাবে থাকে তাই আমরা চাইব মানুষ যেন সময় হলেই তার পরিষেবা পায়।