বিজ্ঞানসম্মত কোভিশিল্ডের ব্যবধান বাড়ানো, এমনটাই দাবি জানাল কেন্দ্র
বেস্ট কলকাতা নিউজ : বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই কোভিশিল্ড ভ্যাকসিনের ব্যবধান করা হয়েছে ৬ থেকে ৮ সপ্তাহ থেকে ১২ থেকে ১৬ সপ্তাহ৷ মঙ্গলবার ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি অন ইমিউনাইজেশন (NTAGI)-এর প্রধান এন কে অরোরা এমনটাই জানিয়েছেন৷ প্রসঙ্গত ,গত ১৩ মে কোভিশিল্ডের ব্যবধান বাড়ানোর কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে এক বিবৃতি প্রকাশ করে৷ এই সময়ই পাওয়া যাচ্ছিল না দেশের ভ্যাকসিনও ৷ ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা থাকলেও রাজ্যগুলিকে টিকাকরণ স্থগিত রাখাতে হয় ভ্যাকসিন না থাকার কারণে৷ তারপরই কেন্দ্র ভ্যাকসিনের ডোজের ব্যবধান বাড়ানোর কথা ঘোষণা করে৷
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক টুইট করে জানায়, এনটিএজিআই প্রধান এনকে অরোরা জানিয়েছেন, কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ও স্বচ্ছ পদ্ধতিতেই। এ-নিয়ে কোনও মত বিরোধ নেই এমনকি এনটিএজিআই সদস্যদের মধ্যেও।