বিজ্ঞাপন করিয়ে টাকা দেয়নি ডেয়ারি সংস্থা, ক্যাব মালিকদের বিক্ষোভ ইকো পার্কের সামনে
বেস্ট কলকাতা নিউজ : বিজ্ঞাপনের জন্য শহরের ৮০০ অ্যাপ ক্যাবের মালিক ও চালকের সঙ্গে চুক্তি হয়ে ছিল এক দুধ কোম্পানির। কথা ছিল,কোম্পানির নাম ছড়িয়ে দিতে হবে গাড়িতে স্টিকারিং করিয়ে। তার বদলে, প্রতিদিন গাড়ি পিছু ক্যাব মালিক ও চালকরা পাবেন ৪ হাজার টাকা করে। কিন্তু কোথায় কী? একমাস কেটে গেলেও ওই দুধ কোম্পানি এক টাকাও দেয়নি। তাই, কোনও রকম সদুত্তর না পেয়ে ক্যাব মালিক ও চালকরা প্রবলবিক্ষোভে ফেটে পড়েন ইকো পার্ক থানা এলাকায় কোম্পানির অফিসের সামনে।
ক্যাব মালিকদের আরও অভিযোগ, এই ভাবে ওই দুধ কোম্পানি কয়েক কোটি টাকার প্রতারণা করেছে। সিদ্ধা ডেয়ারি ফার্ম নামে ওই দুধের কোম্পানি গাড়িগুলিতে স্টিকারিং করিয়েছিল নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য। কোম্পানির সঙ্গে চুক্তি হয়ে ছিল প্রতিদিন গাড়ি পিছু ৪ হাজার টাকা দেওয়ার শর্তে। ইকো পার্ক সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টিও হয় এই বিক্ষোভের জেরে।ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশকেও এমনকি ছুটে আসতে হয় পরিস্থিতি সামাল দিতে।