বিতর্কিত পোস্ট নিয়ে অকপট ভাবে সবকিছু জানালেন মেয়র শিলিগুড়ির গৌতম দেব
শিলিগুড়ি : এবারের বিতর্কিত পোস্ট কে নিয়ে অকপট গৌতম দেব । তিনি জানালেন আমি চিরকাল মানুষের পাশে থেকে কাজ করতে ভালবাসি। কোন কিছুকে প্রশ্রয় আমি দিই না। কাজেই এইসব পোস্ট আমাকে বিচলিত করে না। আমি যদি সঠিক হই এবং সঠিকভাবে কাজ করতে পারি , তবে এইসব অপপ্রচার তো হবেই। আর মানুষ ঠিক করবে কোনটা বিচার করা উচিত এবং কোনটা অনুচিত। এদিকে কয়েক দিন ধরে দিলীপ বর্মন ইস্যুতে অনেকটা সমস্যা তৈরি হয়েছে। যার জবাব মেয়র কে অনেকবার সাংবাদিকদের সামনে বলতে হচ্ছে। অবশেষে সেই বিতর্কিত পোস্ট সামনে আসতেই এদিন ব্যাপক শোর গোল পড়ে যায় গোটা শহর শিলিগুড়িতে। একের পর এক ফোন আসতে থাকে। বাদ যায়নি পুরো সভাতে বসেও। তবে মেয়র এক্কেবারে ঘাবড়ে না গিয়ে একের পর এক উত্তর দিয়ে যান। যেটা অনেকটাই আশ্বস্ত করেছে তার কাছের মানুষদের। তিনি নিজেও জানিয়েছেন আমি বরাবর সোজাভাবে চলি। তাই বিব্রত হইনা।
