বিদ্যার্থীদের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে সরকারি স্কুলে ও অনলাইনে নিঃশুল্ক ক্লাস নিতে আগ্রহী বিশিষ্ট সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী
নিজস্ব সংবাদদাতা,কলকাতা : চাকরিতে দুর্নীতির বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়দানের পর পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর মত পরিস্থিতি তৈরি হয়েছে । এর ফলে একাধিক স্কুলে হঠাৎ করে শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে সমস্যা সৃষ্টি হতেপারে বলে অনুমান । এমতাবস্থায় ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়কে গুরুত্ব দিয়ে সরকারি স্কুলে এবং অনলাইন মাধ্যমে সম্পূর্ণ ফ্রীতে স্বেচ্ছাসেবক হিসেবে ক্লাস নিতে আগ্রহ প্রকাশ করলেন হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । চন্দ্রচূড় বাবুর বক্তব্য মাধ্যমিক পর্যন্ত সমস্ত সাবজেক্ট এবং উচ্চ মাধ্যমিক থেকে উঁচু ক্লাস বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো উনি ফ্রীতে প্রতিদিন দুই ঘণ্টা করে ক্লাস নিতে আগ্রহী । এর জন্য তিনি গণমাধ্যমে নিজের ফোন নম্বর ও ঠিকানা দিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যোগাযোগ করতে আবেদন করলেন ।

ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আরো বক্তব্য আমরা চাই একজন যোগ্য ব্যক্তিকেও যেন চাকরি না হারাতে হয় কারণ মাথায় রাখতে হবে অনেক কষ্ট করে নিজের মেধার ভিত্তিতে তাঁরা চাকরি পেয়েছেন । কিন্তু কোন অযোগ্য ব্যক্তি যেন চাকরি না পায় কারণ অযোগ্য ব্যক্তিরা অসৎ উপায়ে শিক্ষকতার চাকরি পেলে আসলে ভবিষ্যত প্রজন্মের সর্বনাশ হবে । সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য রাজনীতি যখন অগ্নিগর্ভ তখন শুধুমাত্র দোষারোপ ও পাল্টা দোষারোপের রাজনীতির বাইরে বেরিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ।