বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ খড়দহে, গ্রেফতার ২ অভিযুক্ত , পলাতক আরও ২
বেস্ট কলকাতা নিউজ : খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠলো চার যুবকের বিরুদ্ধে।এদিকে অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেও পুলিশ। বাকি দুজন পলাতক। জানা গেছে কেস তুলে নিতে নির্যাতিতাকে পাল্টা চাপ দেওয়া হচ্ছে বলেও। পুলিশ ও স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতা বাড়িতে একাই ছিলেন। রাতে তিনি কাজে বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, সে সময়ে চার জন তাঁকে টেনে আমবাগানের ভিতর নিয়ে যায়। সেখানেই তাঁকে গণধর্ষণ করে অভিযুক্তরা।

এদিকে স্থানীয় বাসিন্দারা আমবাগানের ভিতর থেকেই ওই মহিলাকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যও ছড়ায় এলাকায়। দোষীদের চরম শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চারও হয় গ্রামবাসীরা। এরপরই রহড়া থানায় অভিযোগ দায়ের হয়। নির্যাতিতার অভিযোগ, থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা বন্দুক হাতে তাঁকে শাসায়। অবশেষে রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুজন পলাতক। এদিকে abar এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান। তিনি বলেন, “আমাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনও শোনা যায়নি। আমরা শিহরিত। পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের খুঁজে বার করুক।”

