বিধায়ক কার্যালয়ে শংকর ঘোষ শুনলেন শিলিগুড়ি মানুষের সবরকম সমস্যার কথা
শিলিগুড়ি : সকালে নিজের অফিস খুলে, সব মানুষের সমস্যার কথা শুনলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। তিনি এদিন জানালেন শিলিগুড়িতে সবসময় থাকতে পারিনা, বিধায়ক তাই বাইরে থাকতেও হয়। দলের বিভিন্ন কর্মসূচি থাকে , দায়িত্ব থাকে। তাই বাইরে থাকি। তবে শিলিগুড়ি থাকলে চেষ্টা করি রোজ অফিসে বসতে। এতে যারা অফিসে আসেন, তাদেরও বিশেষ সুবিধা হয়। অনেকেই নানান সমস্যা নিয়ে আমার কাছে আসেন, আর আমি চেষ্টা করি যাতে তাদের মুখে যেন হাসি থাকে। এটাই আমার কাজ, মানুষ ভালোবেসে বিশ্বাস করে আমাকে ভোটে জিতিয়েছেন, আর আমার দায়িত্ব এবং কর্তব্য তাদের জন্য কিছু করা। এদিন বিধায়ক সকালে বসতেই প্রচুর মানুষ আসতে শুরু করেন, একের পর এক সমস্যা শুনে বিধায়ক তার সমাধানের উপায় বাতলে দেন। এদিন তিনি এও বলেন আমার ভালো লাগে , সমস্যা নিয়ে এসে যদি কেউ হাসিমুখে ফিরে যায়। ওটাই আমার কাছে আশীর্বাদ, এমনটাই জানালেন বিধায়ক শংকর ঘোষ।