তন্তুজ তাঁতিদের পাশে দাঁড়ালো কোরোনা পরিস্থিতির মধ্যেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তন্তুজ রাজ্যের তাঁতিদের পাশে দাঁড়াল কোরোনা পরিস্থিতিতে৷ এমনকি বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে তাঁতিদের সাহায্যের জন্যও৷ তারা সেখান থেকে শাড়ি কেনার প্রক্রিয়াও শুরু করেছে৷ এর ফলে যেমন তাঁতিরাও পাচ্ছেন আর্থিক সহায়তা তেমনই তন্তুজের শোরুমে মিলছে গ্রাম বাংলার তাঁত, হ্যান্ডলুম,বালুচরি সহ নানা পছন্দের শাড়ি৷

দোকান কয়েক মাস বন্ধ ছিল কোরোনা সংক্রমণের কারণে৷ তখন চালু ছিল অনলাইন ব্যবসা৷ সেই সময় তন্তুজ কর্তৃপক্ষ বেশ লাভও করেছে তাঁতের শাড়ি বিক্রি করে৷ বর্তমানে আনলক পর্বে খুলছে কিছু কিছু দোকান৷ দেখা মিলছে এমনকি খদ্দেরেরও৷ এদিকে দেদার বিক্রি হচ্ছে ক্যাম্প থেকে কেনা শাড়িও৷ এক ক্রেতা শম্পা মল্লিক বলেন, “আমার পেশার কারণে প্রায়ই শাড়ি পড়তে হয় ৷ তাই তন্তুজের হাল্কা শাড়ি বেশি পছন্দের ৷ এছাড়াও তাঁতের শাড়ি খুব ভালো হয় এখানে৷ টান তো রয়েইছে গ্রাম বাংলার শাড়ির প্রতি৷ “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *