বিধায়কের নাম করে হুমকি লেবার কন্ট্রাক্টরকে, অবশেষে হাওড়ায় গ্রেফতার হল ১ যুবক
বেস্ট কলকাতা নিউজ : ডোমজুড়ের বিধায়কের নাম করে কারখানার এক লেবার কন্ট্রাক্টরকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ৷ তা ঘিরে উত্তেজনা ছড়াল লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকায়। ওই ঘটনায় শান্তনু দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পরেই অবশ্য বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তনু দাশ নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডোমজুড়ের পাকুড়িয়ার এক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ করতেন এক লেবার কন্ট্রাক্টরের অধীনে। কিন্তু দিন কয়েক আগে কোনও কারণে তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। তারপরই সে মোবাইলে ফোন করে লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেয় ৷ অভিযুক্ত দাবি করে যে, সে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছে । ওই হুমকির অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আলোড়ন।
এদিকে ঘটনার খবর পেয়ে নিজে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। এরপরই পুলিশ তদন্তে নেমে শান্তনুর বাড়িতে হানা দেয় ৷ সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, শান্তনুকে থানায় নিয়ে জেরা করার সময় সে স্বীকার করেছে, সে হুমকি দিয়েছে ৷ অভিযুক্তের কথায়, “হ্যাঁ, আমি ভুল করেছি। আমায় বসিয়ে দেওয়ার কারণে রাগের মাথায় হুমকি দিয়েছিলাম। কেউ শেখায়নি। একা একাই করেছি।”