শিলিগুড়িতে কুখ্যাত পাচারকারী গ্রেফতার হল ৩০৬ গ্রাম মাদক সহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়িতে কুখ্যাত পাচারকারী গ্রেফতার হল ৩০৬ গ্রাম মাদক সহ
৩০৬ গ্রাম ব্রাউন সুগার-সহ (Drug Smuggling) শিলিগুড়ির কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করলো এসওজি-বাগডোগরা থানার পুলিস। গোপন সূত্র খবর পেয়ে বাগডোগরা সংলগ্ন এক বেসরকারি ব্যাংকের সামনে এসওজি ও বাগডোগরা থানার পুলিস (Police) এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশির পর সেই ব্যক্তির ব্যাগের ভিতর থেকে ৩০৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি শিলিগুড়ি (Siliguri) থেকে ব্রাউন সুগার পাচারের উদ্দেশে যাচ্ছিল। ৩০৬ গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ তামান্না, বাড়ি শিলিগুড়িতে। পুলিস অভিযুক্তকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এদিকে, শিলিগুড়িতে মাদক পাচারকারী গ্রেফতারের দিন তিনেক আগেই হাতির দাঁত-সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছিল এসএসবি-বন দফতর। যৌথ উদ্যোগে লক্ষাধিক টাকার মূল্যের হাতির দাঁত উদ্ধার করা হয়েছিল। ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকার বহুমূল্যের এই দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার তিন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খরিবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির জওয়ানরা তিন জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি জওয়ানরা তল্লাশি চালালে বহুমূল্যের দুটি হাতির দাঁত উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *