বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার পুলিশ ও এসটিএফ-র যৌথ অভিযানে, গ্ৰেফতার ৫
বেস্ট কলকাতা নিউজ : রবিবার রাতে স্পেশাল টাস্ক ফোর্স বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পূর্বস্থলী শিবতলা এলাকা থেকে।ইতিমধ্যে পূর্বস্থলী থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে, পূর্বস্থলী থানার পুলিশ ও এসটিএফ অভিযান চালিয়ে একটি ১২ চাকার ট্রাক আটক করে পূর্বস্থলীর শিবতলা এলাকা থেকে। আটক গাড়ি থেকে পুলিশ ৮২৪ কেজি গাঁজাও উদ্ধার করে। এদিকে এসটিএফ সূত্রে খবর, আটক ট্রাকটি পূর্বস্থলীর দিকে আসছিল মণিপুর হয়ে। এসটিএফ-এর অনুমান পূর্বস্থলী থেকে এই গাঁজা পাচার হতো বর্ধমানের বিভিন্ন জায়গায়।

ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ মরণ বালা ও তাঁর ছেলে শুভ বালা সহ আরোও তিন জন মাদক পাচারকারীকে গ্ৰেফতার করেছে। ধৃতদের বাড়ি পূর্বস্থলীর শিবতলা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে জড়িত। এসটিএফ-র অভিযানে এর আগেও মরণ বালা গ্ৰেফতার হয়েছিল মাদক পাচারের অপরাধে। জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় সে এই কারবার শুরুও করে। রবিবার রাতে পুলিশ ও এসটিএফ-র যৌথ অভিযানে আবারও একবার সে ধরা পড়ল পুুুলিশের হাতে ।

