বিভীষণ কি তবে দলেই লুকিয়ে রয়েছে ? কাউন্সিলরদের নিয়ে ময়নাতদন্তে তৃণমূল সুপ্রিমো
বেস্ট কলকাতা নিউজ : দলেই লুকিয়ে বিভীষণ? বলছেন একাধিক কাউন্সিলর। শহরে ওয়ার্ডে ওয়ার্ডে হার নিয়ে দুরুদুরু বুকেই সোমবার তৃণমূল সুপ্রিমো মমতার ভার্চুয়াল সভায় এলেন শাসক কাউন্সিলরেরা। শিলিগুড়িতে পৌরনিগমের ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৭টি জিতেছিল তৃণমূল। কিন্তু গত লোকসভা নির্বাচনে শহরে কার্যত মুখ থুবড়ে পড়েছে দল। একটি সংখ্যালঘু ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডেই হেরেছে দল। হারতে হয়েছে মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদের ওয়ার্ডেও। এ নিয়েই ক্ষোভের সঞ্চার হয়েছে দলের একেবারে শীর্ষ নেতাদের মনে। শহরে কেন হার? তারই উত্তর খুঁজছেন ঘাসফুল শিবিরের নেতারা।
এদিকে শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর এবং মেয়র পারিষদ মাণিক দে অবশ্য দাবি করছেন, অবাঙালি ভোট বিজেপি নিয়ে গিয়েছে। বাম আর কংগ্রেসের ভোটও শহরে বিজেপিই পেয়েছে। উল্টো দিকে একা তৃণমূল দাঁড়িয়ে আছে। পরিষেবায় ঘাটতি নেই। এই সমস্ত তথ্য নিয়েই মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন তিনি। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, মানুষ শহরে ও গ্রামে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু গ্রামে ভোট হয়নি। কিন্তু শহরে ভয়ভীতি দেখানো যায়নি। তাই শহর থেকে তৃণমূল ছিটকে গিয়েছে।