বিমান সিঙ্গাপুরের উদ্দেশে উড়ে গেল ৩০ জন যাত্রীকে না নিয়েই, রিপোর্ট চাইলো DGCA
বেস্ট কলকাতা নিউজ : যেন আর শেষ হচ্ছে না বিমান কাণ্ড । একের পর এক ক্রমশই যেন ঘটছে একের পর এক ঘটনা। সবকটি একেবারে খবরের শিরোনামে। ই বিমান সিঙ্গাপুরে উড়ে গেলো অমৃতসর বিমানবন্দর থেকে ৩০ জন যাত্রীকে না নিয়ে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে ডিজিসিএ। সেটি ছাড়ার কথা ছিল বুধবার সন্ধে ৭টা নাগাদ । কিন্তু বিমান সংস্থার পক্ষ থেকে সময় পরিবর্তন করে সেটি করে দেওয়া হয় দুপুর ৩টে থেকে ৪টে। যদিও বিমান সংস্থার দাবি তারা সব যাত্রীদেরই সেকথা জানিয়ে দিয়েছিলেন ইমেল করে।যাত্রীদের না নিয়েই উড়ল বিমান । এবার অমৃতসর বিমান বন্দরে ৩০ জন যাত্রীকে না নিয়েই উড়ে গেল সিঙ্গাপুগামী বিমান। ঘটনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে DGCA। তারা বিমান সংস্থার কাছে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। কেন এই ঘটনা ঘটল ? কেন ৩০ জন যাত্রীকে না নিয়েই বিমানটি উড়ে গেল? সময় পরিবর্তনের কথা আগে যাত্রীদের জানানো হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছে সেটা । তাতে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ওই ৩০ জন যাত্রী যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছিলেন সেই ট্রাভেল এজেন্ট যাত্রীদের বিমানের সময় বদলের তথ্য দেননি বলে তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে।