বিয়ের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল বায়ু সেনা কর্মীর বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : অনেক আগেই বন্ধ হয়ে গেছে পণ প্রথা। বিংশ শতাব্দীতে যা ঘোষণা করা হয়েছে আইনত ভাবেও। কিন্তু তা সত্ত্বেও এক বায়ু সেনা কর্মী ও তার মায়ের বিরুদ্ধে ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল বিয়ের ফাঁদ পেতে।পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ কলকাতার চারু মার্কেট এর বাসিন্দা রামদেও সিং বিভিন্ন জায়গায় সম্বন্ধ খুজছিল তার মেয়ের বিয়ের জন্য। সেই সূত্রেই বায়ুসেনার কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিয়ের জন্য রাজি হন চন্দন সিং নামে এক যুবক। মা সীমা দেবীকে সাথে নিয়ে পাত্রীপক্ষকে দেখতে গিয়ে কথা পাকা করেন ওই যুবক।
কিন্তু বায়ু সেনা কর্মী ও তার মা বিয়ের জন্য বাজার ও গহনা কেনার জন্য পাত্রীর বাবার থেকে আগাম ১০ লক্ষ টাকা চেয়ে নেন । কিছুদিন পর থেকেই চন্দন ও তার মা গা ঢাকা দেয় ছুটি পাচ্ছেন না বলেএদিকে পাত্রীর বাবাও মোবাইল বন্ধ করে সিমকার্ড পাল্টে ফেলারও অভিযোগ করেন। অবশেষে পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্তদের খোঁজে শুরু হয়। জানা গিয়েছে প্রথমে অসম তারপর বিহারের পালিয়ে যায় চন্দন ও চন্দনের মা। বিহারে গিয়ে চন্দনের মা সীমা দেবীকে পুলিশ কলকাতায় নিয়ে আসে গ্রেফতার করে । পুলিশের জেরায় সীমা দেবী পুলিশকে জানান একই পদ্ধতিতে তিনি ও তার ছেলে টাকা আদায় করেছিলেন আরো দুজন পাত্রী বাবার কাছ থেকে । যদিও মূল অভিযুক্ত চন্দন সিং পলাতক এখনো পর্যন্ত।