বিরাট কেচ্ছা সার্ভে পার্কে! বিয়ের প্রতিশ্রুতি ফেসবুকের আলাপেই , একাধিকবার তরুণীকে ধর্ষণ এক যুবকের
বেস্ট কলকাতা নিউজ : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। ফের শিরোনামে উঠে এলো কলকাতা। সার্ভে পার্কে মহিলা থানার হাতে গ্রেফতার হল ১ যুবক । জানা গেছে ধৃতের নাম রাহুল বসু । এদিকে পুলিস সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে নির্যাতিতার সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত রাহুলের। সেখান থেকেই প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিও দেয় ৩০ বছরের রাহুল। সেই প্রতিশ্রুতি দিয়ে পিয়ারলেস হাসপাতালের কাছে এক গেস্ট হাউস নির্যাতিতার সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ ওঠে রাহুল বসুর বিরুদ্ধে। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় নির্যাতিতা অবশেষে পুলিসের দ্বারস্থ হয়। মঙ্গলবার সার্ভে পার্কে মহিলা থানার হাতে গ্রেফতার হয় অভিযুক্ত যুবক।
