বিরাট সুখবর! এবার মা উড়ালপুলে বাইক নিয়ে যাওয়া যাবে ২৪ ঘণ্টাই, তবে মানতে হবে এই শর্ত
বেস্ট কলকাতা নিউজ : “মা ফ্লাইওভার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভর্ৎসনা করলেন পুলিশকে। এদিন তিনি বলেন, “মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।” একদিন যেতে না যেতেই উঠল নিষেধাজ্ঞা। এবার থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু এখানেও রয়েছে শর্ত। বাইকের গতির ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট গতি মেনেই বাইক চালাতে হবে। না হলে হবে জরিমানা।
মূলত ,মাঝেমধ্যে মা উড়ালপুলের উপরে দুর্ঘটনার কথা সামনে আসে। এমনকী, মা উড়ালপুলের উপর দিয়ে রাতে বেপরোয়া বাইক চালানো থেকে বাইক রেসিং-এর মত ঘটনায় প্রাণহানিও হয়েছে অনেকের । আহতও হয়েছেন বহু যাত্রী। তারপরই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাত দশটা থেকে পরের দিন সকাল ছ’টা পর্যন্ত এই উড়ালপুলের উপর দিয়ে বাইক চালানো যাবে না।
এদিকে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বলেন যে হাসপাতাল কিংবা বিশেষ কোনও প্রয়োজনে এই উড়ালপুলের গুরুত্ব রয়েছে। এছাড়াও অফিসযাত্রীদেরও বাড়ি ফেরার তাড়া থাকে। এরপর দেখা গেল প্রশাসনের তরফে তুলে দেওয়া হল সেই নির্দেশিকা। প্রশাসনের পক্ষ থেকেএও জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে বহু হাসপাতাল রয়েছে। সেখানে অনেককে মেডিকেল ইমারজেন্সিতেও যেতে হয়। তাই সব মানুষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।