বিশেষ অভিযান অবৈধ ভাবে মজুত করা মদের ঠেকে, আবগারি দফতরের কর্মী আহত পাথর হামলায়
বেস্ট কলকাতা নিউজ : লাইসেন্সবিহীন মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে আহত হলেন এক আবগারি দফতরের কর্মী। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনির বিচ বাগানে। শুক্রবার গভীর রাতে জয়গাঁও,কালচিনি,বীরপাড়া আবগারি দফতরের কর্মীরা কালচিনির বিচ বাগানে অভিযান চালান। আবগারি দফতরের কাছে খবর ছিল, ওই চাবাগানে বেআইনি মদ তৈরির পাশপাশি মদ মজুত করা রয়েছে।
সেখান থেকে আবগারী কর্মীরা ১৮ কার্টুন অবৈধ ভাবে তৈরি মদ উদ্ধার করে। মদ উদ্ধারের পর অভিযুক্ত পাথর ছুড়ে মদ নষ্ট করার চেষ্টা শুরু করে। উদ্ধার হওয়া মদ রক্ষা করতে গিয়ে আহত হন এক আবগারি কর্মী। পাথরের আঘাতে গুরুতর আহত অরূপকুমার দাস নামে ওই ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে পাঠানো হয়। আবগারি আধিকারিক সন্দীপ দে জানিয়েছেন, খবর ছিল অবৈধভাবে মদ তৈরি করা হচ্ছে, সেখানে মদ মজুতও করা হচ্ছে। এই মদই আবার বেশি দামে বাইরে বিক্রি করা হচ্ছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মদ উদ্ধারের পরই তেড়ে ফুড়ে ওঠেন কর্মীরা। পাথর ছোড়া শুরু করেন। তখনই পাথরের আঘাতে এক কর্মী আহত হন।