উপাচার্য ব্রাত্যর বৈঠকে যেতে অনুমতি দেননি আচার্যের নির্দেশে ? প্রকাশ্যে এলো রেজিস্ট্রারের নোট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের শুক্রবার বৈঠকে ডেকেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে একপ্রকার অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বলে অভিযোগ তুলছেন অনেকে। তা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত চরমে উঠেছে। এমন এক পরিস্থিতিতে রেজিস্ট্রারদের বৈঠকে ডেকে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু ওই বৈঠকে অনেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেই দেখা যায়নি। গরহাজির ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারও। আর এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে একটি নোট।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওই নোটটিতে উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের কাছে জানিয়েছিলেন, শুক্রবার শিক্ষামন্ত্রীর ঘরে পর্যালোচনা বৈঠকের বিষয়টি। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে উপাচার্যের উদ্দেশে রেজিস্ট্রার লিখেছিলেন, ‘মিটিংয়ে না গেলে উচ্চশিক্ষা দফতর থেকে ফান্ড ফ্লো নিয়ে সমস্যা হতে পারে।’ রেজিস্ট্রারের সেই টাইপ করা নোটের নীচে উপাচার্যের হাতে লেখা একটি বক্তব্যও রয়েছে। সেখানে উপাচার্য লিখছেন, ‘ বৈঠকে না যাওয়ার জন্য আচার্যের নির্দেশ আছে। সেই কারণে আমি আপনাকে ৮ তারিখের বৈঠকে না যাওয়ার নির্দেশ দিচ্ছি।’ যদিও এই নোটটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্য-রাজভবনের সংঘাতের আবহে এই চিঠি প্রকাশ্যে আসায় তা সংঘাতের আগুনে আরও ঘি ঢালল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *