বিহারে ভোটার তালিকা ‘শুদ্ধিকরণ’, অবশেষে সুপ্রিম কোর্টে প্রশ্নবিদ্ধ হল নির্বাচন কমিশন
বেস্ট কলকাতা নিউজ : দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার আগে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এই ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। এবার সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়তে হল কমিশনকে। সর্বোচ্চ আদলতের মতে, কমিশনের ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের যৌক্তিকতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন উঠছে বিধানসভা ভোটের ঠিক মুখে মুখে কেন এই উদ্যোগ নেওয়া হল,সেই নিয়ে।

ভোটার তালিকায় ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে। সেই সমস্ত মামলার শুনানিতে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে, ‘সংবিধানের নির্দেশ অনুসারে কমিশন এই কাজ করছে। এর মধ্যে অযৌক্তিক কিছু নেই। তারা যে তারিখ নির্ধারণ করেছে, তাতেও কোনও ভুল নেই।’ এর সঙ্গে আদালতের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘আপনারা (কমিশন) যে কাজ করছেন তা নিয়ে কোনও সমস্যা নেই। সমস্যা হল এই কাজটা আপনারা যে সময়ে করছেন, তা নিয়ে।’
এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারে ৭ কোটি ৯০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৮৭ শতাংশের বেশি ইনিউমারেশন ফর্ম (সহজ কথায় ভোটার শুদ্ধিকরণ ফর্ম) ফিলাপ করেছে। ২৫ জুলাই পর্যন্ত ইনিউমারেশন ফর্ম ফিলাপ পর্ব শেষে ভেরিফিকেশনের পর ২ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরও কোনও অভিযোগ থাকলে বলতে পারবেন। ৩০ সেপ্টেম্বর প্রকাশ হবে ফাইনাল ভোটার তালিকা। তারপরও যদি কারও কিছু বলার থাকে, জেলাশাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে আবেদন করা যাবে। বিরোধীদের অভিযোগ, ভোটের ঠিক আগে এসআইএরের নাম করে আসলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ছক কষা হয়েছে। এর ফলে বিহারে অন্তত দু’কোটি ভোটারের নাম বাদ পড়বে।