বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম পাণ্ডা জামাত জঙ্গি আবদুল ধরা পড়লো কলকাতা পুলিশের এস টি এফের হাতে
বেস্ট কলকাতা নিউজ : ফের জেএমবি জঙ্গি গ্রেফতার হলো এ রাজ্যে। বুদ্ধগয়া বিস্ফোরণের ঘটনায় অন্যতম পাণ্ডা জামাত জঙ্গি আবদুল রহিমকে গ্রেফতার করল এসটিএফ৷ মাস দুয়েক আগেই গ্রেফতার করা হয়েছে আবদুল ওয়াহাব এবং মৌলানা ইউসুফ নামে দুই জামাত জঙ্গিকেও এসটিএফ সূত্রে পাওয়া খবর অনুযায়ী , সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এসটিএফ পূর্ব বর্ধমানের কাটোয়া বাজেপ্রতাপুর চরকুম্ভ বাসস্ট্যান্ড থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স৷ পালিয়ে থাকা জামাত জঙ্গি আবদুল রহিমকে হাতেনাতে পাকড়াও করে নিয়ে আসা হয় কলকাতায়৷ ধৃত ওই জঙ্গি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ানের বাসিন্দা৷ যে কিনা জামাতউল মুজাহিদিন বাংলাদেশের ধুলিয়ান মডিউলের অন্যতম সক্রিয় সদস্য৷
২০১৮ সালের জানুয়ারি মাসে বুদ্ধগয়া বিস্ফোরণ ঘটে৷ সেই ঘটনায় ধৃত জামাত জঙ্গি আবদুল রহিম জড়িত বলে দাবি করেন এসটিএফ । বিস্ফোরণের পর থেকে এতদিন ধরে আত্মগোপন করেছিল অভিযুক্ত জামাত জঙ্গি রহিম। অবশেষে ওই জামাত জঙ্গি ধরা পড়ল এসটিএফের জালে৷ এর আগে মুর্শিদাবাদের বেলডাঙা এবং ধুলিয়ান থেকেও এসটিএফ গ্রেফতার করে জামাত জঙ্গি আবদুল ওয়াহাব এবং মৌলানা ইউসুফকে৷ এছাড়াও গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজনকে ৷