ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দু’দিনের মধ্যেই অপসারিত করা হলো ৩ জনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

সুমন করাতি,হুগলি : প্রথমে থানা ও ফাঁড়ির আধিকারিক এবং তারপর খোদ কমিশনার, ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দু’দিনের মধ্যে তিনজনকেই । গত শনিবার ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতু সিং-এর স্বামী তৃণমূল নেতা দিলীপ রাম দুষ্কৃতিদের গুলিতে খুন হওয়ার পরই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সিপি ও চুঁচুড়ার আইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। ঘটনার পরদিনই চুঁচুড়া থানার আইসি নিরুপম সেন ও ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিক দিপশ্রী সেনগুপ্তকে সরিয়ে দেওয়া হয়। আর আজ বেশকয়েকধাপ এগিয়ে নবান্ন সরিয়ে দিলো চন্দননগরের কমিশনারকে। অখিলেশ চতুর্বেদীকে সরিয়ে নিয়ে আসা হলো হুমায়ূন কবীরকে। নবান্নের এই সিদ্ধান্তকে অনেকেই দাবী করছেন বিধায়ক অসিত মজুমদারের জয় বলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *