বুলেট ট্রেনকি চালু হবে যমুনা-এক্সপ্রেসওয়ে রুটে, শুরু হল জরিপের কাজ
বেস্ট কলকাতা নিউজ : জোরকদমে প্রস্তুতি চলছে দিল্লি থেকে নয়ডা হয়ে বারাণসী অবধি প্রস্তাবিত এবং যমুনা এক্সপ্রেসওয়েতে গ্রেটার নয়ডা থেকে আগ্রা পর্যন্ত বুলেট ট্রেন চালানোর। যদি সবকিছু ঠিক থাকে তবে বুলেট ট্রেনের জন্য হাই-স্পিড রেল করিডোর তৈরি করা যেতে পারে দুই পাশের রাস্তার মাঝখানে শূন্য জায়গায়। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে জরিপের প্রক্রিয়াও।
তথ্য বলছে , কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে জরিপ শুরু করেছে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্পের জন্য। এও বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের হাতেও এসে গেছে এমনকি এই প্রকল্পের জন্য বিস্তারিত প্রোজেক্ট রিপোর্টও। জানানো হয়েছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি হাই স্পিড রেল স্টেশন তৈরি করা হবে বলেও।
এতে খরচ কমবে প্রকল্পেরও
এদিকে ১৬৫ কিমি দূরত্বে কোনো রকম জমি অধিগ্রহনের প্রয়োজন হবে না যমুনা এক্সপ্রেসওয়ের দুই পাশের রাস্তার মাঝখানে শূন্য জায়গায় বুলেট ট্রেনের জন্য হাই-স্পিড রেল করিডোর তৈরি করার জন্যও । এটি ব্যয়ও হ্রাস করবে এমনকি প্রকল্পেরও । এর সঙ্গে সময়ও সাশ্রয় হবে এবং শিগগিরই কাজ শুরু হবে প্রকল্পেরও।