বৃষ্টির কারনে একে বারেই মন্দা শহর শিলিগুড়ির সবজির বাজার , কোনো দেখা নেই ক্রেতাদেরও
শিলিগুড়ি : বৃষ্টির কারনে চরম মন্দা শিলিগুড়ির সবজির বাজরে। কোথাও কোথাও বাজার একেবারে বসে নি বললেই চলে। শিলিগুড়ি বিধান মার্কেটে সবজির বাজার একেবারে পড়তির দিকে। বিক্রেতারা জানিয়েছেন একেবারে বিক্রি কমে গেছে। শিলিগুড়িতে বেশিরভাগ বাজার আসে হলদিবাড়ি থেকে। সেখান থেকেই সবজি আসছে না। বিক্রেতারা জানিয়েছেন হলদিবাড়ি থেকে বেশিরভাগ বাজার আসে ট্রেনে, এবার ট্রেন এ বাজার খুব কম আসছে। তাই কিছুটা ঘাটতি দেখা গেছে সবজির বাজারে। তার মধ্যে ভরা বর্ষা , ক্রেতারাও বাজারে কম আসছে। তাই একেবারে বাজার নেই বললেই চলে। তবে বিক্রেতারা জানিয়েছেন বাজার আবার স্বাভাবিক হবে।
