বৃষ্টির কারনে রাস্তা বন্ধ সিকিমে খাবার এবং জল নিয়ে চরম সমস্যায় পর্যটকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : গত তিনদিন ধরে চরম দুরবস্থা সিকিমের পর্যটকদের। খাবারের সমস্যা তৈরী হয়েছে পাহাড়ে। খাবার পাওয়াই যাচ্ছে না অধিকাংশ হোটেলে। খাবার কিনতে গিয়ে দ্বিগুন দাম দিয়ে খাবার কিনছেন পর্যটকেরা। বিষ্কুটের দাম বেড়ে দাড়িয়েছে তিনগুন। খাবারের দাম বেশী হওয়ার কারনে কিনতে গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন পর্যটকেরা। এখনো কয়েকশো গাড়ি রাস্তায় আটকে আছে সিকিমের। প্রায় অর্ধাহার করে দিন কাটাচ্ছেন পর্যটকেরা। কারন সিকিম থেকে শিলিগুড়ির রাস্তা এখন বন্ধ বলাই চলে।

এদিকে পর্যটকেরা বেশী দাম দিয়ে ফেরবার চেষ্টা করেও পারছেন না ফিরতে। কিছু গাড়ি চালানোর চেষ্টা করা হচ্ছে বটে তবে একেবারেই নগন্য তা। সিকিমের সেনাবাহিনীর চেষ্টায় বেশ কিছু পর্যটক এর ফিরবার ব্যাবস্থা করা হচ্ছে। অন্যদিকে কোনভাবেই হোটেল কতৃপক্ষ পর্যটক দের রাখতে চাইছেন না। তাদের কথা অতিরিক্ত পর্যটক দের দেবার মতন খাবার তাদের কাছে নেই। সবজী এবং মাছ সিকিমে পাওয়া যাচ্ছে না বললেই চলে। মানুষ কিনছেন এবং পাচ্ছেন বটে তবে সেটা একেবারেই নগন্য। সিকিম সরকারের তরফ থেকে জানানো হয়েছে যতক্ষন না পর্যন্ত সরকারি নির্দেশ আসছে ততদিন পযর্ন্ত পর্যটকেরা ঢুকতে পারবেন না সিকিমে। সমস্যা তৈরী হয়েছে পানীয় জল নিয়েও একেবারেই পানীয় জল আসছে না যে কারনে তিনগুন দাম দিয়ে জিনিস কিনছেন পর্যটকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *