বেআইনি কেনা বেচা সরকারি রেশন সামগ্রীর, উদ্ধার বিপুল পরিমাণ চাল,গম,আটা
বেস্ট কলকাতা নিউজ : বেআইনি ভাবে মূলত বিক্রি করা হচ্ছে সরকারি বরাদ্দ রেশন সামগ্রী। এই ঘটনায় পুলিস গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের একজনকে।জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম সালাম শেখ। বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজয়পুর গ্রামে। পুলিস ধৃতের কাছ থেকে আটক করে বিপুল পরিমাণে রেশন সামগ্রীও।পুলিস সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে অভিযোগ ছিল সে চাল গম আটা কিনত বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে। তারপর রেশন দোকানের লেবেল লাগানো ওই সব খাদ্য সামগ্রী মূলত বিক্রি করত একটি দোকান থেকে ।
পুলিস ওই দোকানে হানা দেয় গোপন সূত্রে খবর পেয়ে । ওই দোকান থেকেই উদ্ধার হয় ৮৬ বস্তা চাল, ৫৬ বস্তা, ১১৫ বস্তা আটা, ও এছাড়াও উদ্ধার হয়েছে ১৫১৯ টি ১ কেজি আটার প্যাকেটও। ৩৪২৫ টি খালি আটার প্যাকেট উদ্ধার হয়েছে বিক্রি হয়ে যাওয়ার পর । পুলিস সমস্ত রেশন সামগ্রী বাজেয়াপ্ত করে গুদামটি সিল করে দেয় ।ধৃত সালাম শেখকে আদালতে পেশ করা হয় । কোন কোন রেশন ডিলারের কাছ থেকে ধৃত ওই রেশন সামগ্রী কেনা বেচা করত তাও খতিয়ে দেখা হয় পুলিশের তরফ থেকে।