বেনাপোলে ফের ভারতীয় ট্র্যাক ড্রাইভাররা আক্রান্ত হল ছিনতাইবাজদের হাতে
বেস্ট কলকাতা নিউজ : বেনাপোলে আবারো ফের বেশ কয়েকজন ভারতীয় ট্রাকচালক আক্রান্ত হল গতকাল বুধবার ভোরে। তাদের আরও অভিযোগ ছিনতাইবাজরা টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে স্প্রে ব্যবহার করে। এমনকি প্রতিবাদ করলেই মারধর করা হচ্ছে গলায় ছুরি ধরে। সূত্রের খবর, কোনো লাভ হয়নি বেনাপোলের সরকারি কর্তাদের কাছে অভিযোগ জানিয়েও। এদিকে বুধবার সকালে ভারতীয় ট্রাক চালকরা ফের অভিযোগ জানায় পেট্রাপোল মুখ্য ভবনে। এমনকি তারা আর্জি জানিয়েছে অতি দ্রুত সমস্যা সমাধানেরও।
উল্লেখ্য, এক ভারতীয় ট্রাক চালক ছুরিকাহত হয়েছিল কয়েকদিন আগে বাংলাদেশের বেনাপোলে পন্য খালাস করতে গিয়ে। তাঁর কাছ থেকে ওই ছিনতাইকারী জিনিসপত্র নিয়ে পালায়। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্রাক চালকরা প্রবল বিক্ষোভও দেখায় পেট্রাপোল আইসিপি গেটের সামনে। বুধবার আবারও এদিকে ভারতীয় ট্রাকচালকরাও বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায়। এমনকি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপোর্ট ইউনিয়ন কর্তা থেকে ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন এছাড়াও তারা এই বিষয়ে ব্যবস্থা নেবার জন্য দাবি তুলেছেন ভারতীয় প্রশাসনিক কর্তাদের কাছেও। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে বলেও তারা দাবি করেন।