বেহুশ করে চাঞ্চল্যকর চুরি, ব্যাপক উত্তেজনা ছড়ালো নিউ জলপাইগুড়ির সুকান্ত পল্লীতে
শিলিগুড়ি : বিতর্ক যেন পিছু ছাড়ছে না, শিলিগুড়ির। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ির অন্তর্গত সুকান্ত পল্লীতে একটি বাড়িতে বাড়ির লোকেদের বেহুশ করে দিয়ে লাখ টাকার গয়না নিয়ে গেল চোরেরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । চোরেরা পরিচিত ছিল নাকি কারো কাছ থেকে খবর পেয়ে চুরি করতে এসেছিল তাও এটা তদন্ত করে দেখা হয়। একের পর এক ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না শহর শিলিগুড়িকে। এদিকে এই ঘটনায় রীতিমত হতবাক ওই বাড়ির লোকেরা, ঘরের মধ্য থেকে তাদের বেহুস করে দিয়ে সমস্ত গয়না নিয়ে চোরেরা চলে গেল এটা ভাবতেই পারছেন না তারা। তাদের অনুমান কিছু স্প্রে করে তাদের অজ্ঞান করে দিয়ে এদিন বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় চোরেরা। এইরকমে দাবি করছেন ওই বাড়ির গৃহকর্ত্রী।

তিনি আরো জানান, সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার পরে বাড়ির অন্যান্য জিনিস ঠিকঠাক করে রেখে দিয়ে, তালা চাবি মেরে চলে যায় চোরেরা। তারা কিছু বুঝতেই পারেন নি। তিনি আরো বলেন চোরেরা অন্য কিছু নেয়নি, সোনা গয়না এবং সামান্য কিছু টাকা নিয়ে গেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।