বোতাম টিপলেই পাওয়া যাবে শস্য, হ্যাঁ অবাক করার মত এক কান্ড উড়িষ্যাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : বোতাম টিপলেই টাকার বদলে পাওয়া যাবে শস্য। এই প্রথম উড়িষ্যাতে চালু হল শস্যের এটিএম। যা পেতে গেলে আপনাকে প্রথমে টাচস্ক্রিনে আপনার যা দরকার সেটা জানাতে হবে। আর সেটা জানিয়ে আপনি টাকা জমা দিলেই পেয়ে যাবেন শস্য। আপাতত ভারতের মধ্য একমাত্র উড়িষ্যায় প্রথম শুরু করলো শস্যর এটিএম। যেখানে আপনি পাবেন চাল ডাল থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। এমনকি পাবেন চিনি এবং লবণও। তারপরে যা আপনার হিসাব আসবে সেটা জমা করলেই আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে। আপাতত কটক এবং ভুবনেশ্বরে পাওয়া যাবে এই সর্ষের এটিএম। তারপরে আস্তে আস্তে উড়িষ্যায় আরো কুড়িটি জায়গায় চালু করা হবে এই শস্যর এটিএম।

জানা গেছে এই এটিএম চালু করার পরে মানুষ প্রচুর কম সময়ের মধ্যে তাদের যাবতীয় প্রয়োজনের জিনিসপত্র পেয়ে যাবেন অতি সহজে। আর এতে কালোবাজারিও কমে যাবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। মানুষ আসবেন এবং অতি সহজেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। আর এতে কোন সময় অপচয় হবে না। এরপরে পশ্চিমবঙ্গে এই এটিএম চালু করা হবে বলে জানা গেছে। আবে বাংলায় আসছে আরো কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *