ব্যাটিং বিপর্যয়ে মুম্বইয়ের কাছে হারল কলকাতা , শেষ হলো নাইট রাইডার্সের আইপিএল অভিযান
বেস্ট কলকাতা নিউজ : ডু অর ডাই ম্যাচে জঘন্য ব্যাটিংয়ের জন্য খেসারত দিতে হলো কলকাতা কে । ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে ৯ উইকেটে হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হারের ফলে আইপিএলের ইতিহাসে সবথেকে কম পয়েন্ট নিয়ে শেষ চারে গেল হায়দরাবাদ।এ দিন টসে জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৯ রান করে আউট হয়ে যান গিল। লিন ও উথাপ্পা পার্টনারশিপ গড়লেও উথাপ্পাও মন্থর ব্যাটিংয়ে রানের গতি কমে ছিল। বাধ্য হয়ে মেরে খেলতে গিয়ে ৪১ রান করে আউট হন ক্রিস লিন।
সমগ্র আইপিএলে এ দিনই কোনো রান পেলেন না রাসেল। প্রথম বলেই মালিঙ্গার শিকার হন তিনি। কার্তিকও রান পাননি। নীতীশ রাণা কিছুটা মারলেও আউট হন ২৬ রান করে। উথাপ্পা আউট হন ৪৭ বলে ৪০রান করে।কলকাতার ইনিংস শেষ হয়ে যায় ১৩৩ রানেই ।জবাবে ব্যাট করতে নেমে দারুন ভাবে শুরু করেন রোহিত শর্মা ও ডি’কক। তাঁরা রান তুলতে থাকেন দ্রুত তার সঙ্গে । ডি’কক ৩০ রান করে আউট হলেও রোহিত ও সূর্যকুমার যাদব মুম্বইকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। ২৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুম্বই। রোহিত ৫৫ ও সূর্যকুমার ৪৬ করে নটআউট থাকেন। এ দিনের জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে শেষ করল মুম্বই। অন্যদিকে হারের ফলে নাইট রাইডার্স শেষ করল ১২ পয়েন্টে।কিন্তু রান রেট ভালো থাকায় হায়দরাবাদ ১২ পয়েন্ট নিয়ে চলে গেল শেষ চারে । এ বারের মতো কলকাতার আইপিএল অভিযান শেষ হয়ে গেল।