ব্রাইট একাডেমিতে বাচ্চাদের সাথে খ্রীসমাস পালন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : শিলিগুড়ির ব্রাইট একাডেমিতে ছোট ছোট বাচ্চাদের সাথে খ্রীসমাস উদ্যযাপন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন তিনি ব্রাইট একাডেমিতে গিয়ে বাচ্চাদের সাথে সময় কাটান অনেকক্ষন ধরে। তিনি প্রত্যেকের হাতে উপহার তুলে দেন। বাচ্চাদের সাথে তিনি অনেকক্ষন কথাও বলেন। তিনি জানান সবার কাছেই 25শে ডিসেম্বর একটা আলাদা মাত্রা রাখে। সবাই এই দিনটিকে ভালোভাবে পালন করতে চায়। আমি নিজেও খুব আনন্দ পাই এই দিনটিতে। প্রভু যীশু সবাইকে আনন্দে রাখুন এবং সবার মনের ইচ্ছে পূরন করে দিন। এই প্রার্থনা করছি আমি। সবাই আগামী বছর যাতে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই আশা রাখছি আমি। ব্রাইট একাডেমীর শিক্ষকেরাও এই সময় ডেপুটি মেয়রের সাথে সময় কাটান। সবার হাতেই উপহার তুলে দেন ডেপুটি মেয়র নিজেই। জানান ছোট বড় নিয়ে ক্রীসমাস আসে না, খ্রীসমাস আসে সবার জন্য, আর এই সময় সবাই একটু হলেও মন থেকে কিছু আশা করে থাকে। তাই শিলিগুড়ির প্রধান সহ নাগরিক হিসাবে আমি এই ইষ্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটিয়ে কিছু উপহার তুলে দিলাম।
