এবার প্রকাশিত হল ২০২২ টেটের ফলাফল , প্রথম স্থান দখল পূর্ব বর্ধমানের ইনা সিংহর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রাথমিক TET পরীক্ষা হয় মূলত ২০২২ সালের ১১ ডিসেম্বর মাসে । এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক টেটের ফল ঘোষণা করা হল ঠিক তার দু মাসের মাথায়। পর্ষদ সভাপতি গৌতম পাল একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ১০ ই ফেব্রুয়ারী শুক্রবার দুপুর একটা নাগাদ। গত ১১ ডিসেম্বর পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ২০ হাজার জন । তার মধ্য থেকে ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিক টেটে পূর্ব বর্ধমানের ইনা সিংহ প্রথম স্থান অধিকার করেছেন । ১৫০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর হল ১৩৩।

দ্বিতীয় স্থানে রয়েছেন চারজন। হুগলির মৌসিনা কুন্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। এদিকে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবারের প্রাথমিক টেটে ১৭৭ জন রয়েছেন এক থেকে দশম স্থানের মধ্যে। পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করে। এদিকে পরীক্ষার্থীরাও দুপুর তিনটে থেকে ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রকাশিত ফল জানতে পারে।

২০২২ এর প্রাথমিক টেটে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের মধ্যে শতাংশের হারে বেশি পুরুষের সংখ্যা। টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৭৭ জন পুরুষ পরীক্ষার্থী। আর মহিলারা উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ৪০৮ জন। অন্যান্য উত্তীর্ণ হয়েছেন ৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *