বয়স মাত্র ১৬ বছর, নিখুঁত ট্যাটু বানিয়ে ট্যাটু আর্টিস্ট হিসেবে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩’এ নাম তুললো শিলিগুড়ির এই কিশোর
শিলিগুড়ি : বয়স সবে মাত্র ১৬ বছর, আর এই বয়সেই নিখুঁত ট্যাটু বানিয়ে ভারতের সর্বকনিষ্ঠ ট্যাটু আর্টিস্ট হিসেবে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ২০২৩’এ নাম তুলে ফেললো শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ মালাকার। ছোট থেকেই তার শখ ছিল ট্যাটু করার। তাই একের পর এক ট্যাটু বানিয়ে ফেলত সে। তার এই ট্যাটুর প্রতি আগ্রহ দেখে তার বাবা মাও কোনদিন তাকে বাধা দেন নি কোনভাবেই। সে জানিয়েছে ট্যাটু নিয়ে চলার পাশাপাশি সে পড়াশোনাও ঠিকভাবে চালিয়ে গেছে। কারন ভবিষ্যতে নিজের একটা পরিচয় ভীষন দরকার তাই আমি পড়াশোনাকে হেলাফেলা করছি না। আমি বড় হয়ে মা বাবার আশা পূরন করতে চাই বলে জানিয়েছে সে। এও জানিয়েছে ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে ভীষন ভালোবাসে সে। তার প্রিয় খেলোয়াড় রোহিত শর্মা। সে গান শুনতে ভালোবাসে। ভালোবাসে বেড়াতে। খুব ইচ্ছা রয়েছে জার্মানীতে যাওয়ারও । ভবিষ্যতে নিজের পায়ে দাড়িয়ে গরীব এবং অসহায় মানুষের পাশে দাড়াবে সে, এটাই তার ইচ্ছা বলে জানিয়েছে।