‘ভরসা আছে পুলিশের উপর ‘, একুশে’র ট্রাফিক নিয়ন্ত্রণে কলকাতা পুলিশের প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি
বেস্ট কলকাতা নিউজ : এজলাসে বসেই কলকাতা পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । একুশে জুলাইয়ের সকালে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আজ কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহাশয়। মূলত এবারের একুশে জুলাই মহামিছিল সম্পর্কে হাইকোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে একাধিক বিধিনিষেধ । যে কারণে হাইকোর্ট চত্বর এবং ধর্মতলা অর্থাৎ শহরের প্রাণ কেন্দ্রে আর পাঁচটা একুশে জুলাইয়ের মতো তেমন একটা মিছিল নেই । বাস চলছে ৷ প্রচুর পুলিশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পাঁচ হাজার পুলিশ রাস্তায় নেমেছে । কেউ যাতে যানজটে পড়ে হয়রানির মুখে না পড়ে তার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে ৷ সেগুলি হল, ১০৭৩। এছাড়া আরও দুটি মোবাইল নম্বর রয়েছে । নম্বরগুলি হল ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০০।
