ভারতকে তার খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে হামলার কথা আগাম জানানোর জন্য , রাহুল গান্ধী ফের প্রশ্ন তুললো জয়শঙ্করকে বিদ্ধ করে
বেস্ট কলকাতা নিউজ : অপারেশন সিঁদুর প্রসঙ্গে আবারও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ ওই সামরিক অভিযানে ভারতের কোনও যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল কি না, তা নিয়ে মন্তব্য না-করায় জয়শঙ্করকে নিশানা করেছেন রাহুল ৷ পাল্টা রাজীব-তনয়কে আক্রমণ করে বিজেপির দাবি, রাহুল পাকিস্তানের ভাষায় কথা বলছেন ৷ আরও কয়েক ধাপ এগিয়ে গেরুয়া শিবিরের প্রশ্ন, কংগ্রেস কি সত্যিই দেশের পাশে থাকতে চায় ?
এর আগে কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি দাবি করেন, ভারত যে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে হামলা চালাবে সে কথা আগেই ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ এদিন তিনি দাবি করেন, হামলার খবর আগে পাওয়ায় পাকিস্তান ভারতের আঘাত প্রতিহত করতে তৎপর ছিল ৷ আর তার জেরে ভারতের যুদ্ধবিমানের ক্ষতি হয়েছে ৷ এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, “বিদেশ মন্ত্রী জয়শঙ্করের নীবরতাই আমাদের অনেক কিছু বলে দিচ্ছে ৷ ভারতের হামলার কথা পাকিস্তানকে আগেই জানানো, আমাদের কাছে অভিশাপের মতো ৷ আর তাই আমি আবার জানতে চাইছি, হামলার কথা পাকিস্তান আগে থেকে জানত বলে আমেদের কটি যুদ্ধবিমানের ক্ষতি হয়েছে ৷ এটা ভুল নয়, অপরাধ ৷ সত্যিটা জানার অধিকার দেশের আছে ৷”

অপারেশন সিঁদুরের কয়েকদিন পর রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় বিদেশ মন্ত্রীর একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, আগেই আক্রমণের কথা পাকিস্তানকে জানানোটা একটা অপরাধ ৷ বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, ভারত সরকার এই কাজ করেছে ৷ আমার প্রশ্ন, এই অধিকার কে দিয়েছে ? হামলার কথা পাকিস্তান জানত , আমাদের ক’টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ?”
রাহুল গান্ধীর অভিযোগ তখনই খারিজ করেছিল বিদেশ মন্ত্রক ৷ মন্ত্রকের তরফে দাবি করা হয়, ভারতের অবস্থান প্রসঙ্গে অপব্যাখ্যা করা হচ্ছে ৷ হামলা হতে পারে বলে ভারত পাকিস্তানকে সতর্ক করেছিল ৷ একটি বিবৃতি জারি করে মন্ত্রক বলে, “বিদেশ মন্ত্রী পাকিস্তানকে অপারেশন সিঁদুরের শুরুর দিকে সতর্ক করেছিলেন ৷ তার বক্তব্যর ভুল ব্যাখ্যা হচ্ছে ৷” রাহুলকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ তিনি বলেছিলেন, “রাহুল অতীতের ভুল থেকে কিছুই শেখেননি ৷ ভারতীয় বায়ুসেনা থেকে শুরু করে বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট বলা হয়েছে, অপারেশনে ভারতের কোনও যুদ্ধবিমান ধ্বংস হয়নি ৷ তারপরও এ নিয়ে মন্তব্য করছেন রাহুল ৷”