ভারতীয় সেনা কে চরম কটুক্তি, অবশেষে অভিযোগ দায়ের হল সাইবার ক্রাইম বিভাগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : পহেলগাঁও এর ঘটনা নিয়ে ভারতীয় সেনাকে কটুক্তি করায় শিলিগুড়ি হিন্দু মহা মঞ্চের তরফ থেকে অভিযোগ দায়ের করা হলো শিলিগুড়ি সাইবার ক্রাইম বিভাগে ।হিন্দু মহা মঞ্চের তরফ থেকে এদিন বলা হয় যে যখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে , তখন দেশের লোক কিভাবে সেনাবাহিনীর লোকজনকে কটুক্তি করে? যারা দিন রাত এক করে দেশের জন্য নিজের জীবন বিপন্ন করছেন, রাত জেগে আমাদের জন্য পাহারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে এইসব কটুক্তি গোটা দেশবাসীর কাছে চরম অপমানজনক। অবিলম্বে এর বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে হবে বলেও জানান হিন্দু মহা মঞ্চের সদস্যরা।

এদিন তারা আরো দাবী করেন কোনভাবেই সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। তা সে সোশ্যাল মিডিয়ায় হোক , অথবা বাইরেই হোক। এইভাবে যদি আমরা দেশের মধ্য নিজেদের সাথে এইভাবে মতপার্থক্য করে চলি তাহলে তো বাইরে থেকে সুবিধা পেয়ে যাবে। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, এদিন হিন্দু মহা মঞ্চ এই দাবিও করেন সাইবার ক্রাইম বিভাগের অফিসারদের কাছে। তারা এ ও জানান আর যাতে কেউ এই ধরনের কটুক্তি না করে সেটাও দেখতে অনুরোধ করা হয়েছে সাইবার ক্রাইম বিভাগের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *