ভারতের ‘নাগ’ মিসাইল ‘টার্গেট’ ধ্বংস করে দিলমুহূর্তের মধ্যে, ফের বড় সাফল্য পোখরানের বুকে
বেস্ট কলকাতা নিউজ : রাজস্থানের পোখরানের বুকে আরও এক মাইলস্টোন ভারতের। ফের এল সাফল্য। নিশানা একেবারে নিখুঁত। ‘ফায়ার অ্যান্ড ফরগেট’ প্রযুক্তি ব্যবহার করে অনায়াসে টার্গেট ধ্বংস করে দিল ভারতের ‘নাগ’ মিসাইল। সর্বাধিক ও সর্বনিম্ন দূরত্বের টার্গেট ধ্বংস করতে সফল হয়েছে এই মিসাইল। সোমবার ভারতের মাটিতে তৈরি ‘নাগ মার্ক ২’ মিসাইলের পরীক্ষা করে ডিআরডিও ।
‘নাগ মার্ক ২’ হল একটি অ্যান্টি-ট্যাঙ্ক ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই পরীক্ষা করা হয়েছে। জানা যাচ্ছে, আধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্রের সঙ্গে লড়তে সক্ষম এই মিসাইল। সঠিল নিশানায় যেন আঘাত হানতে পারে ক্ষেপণাস্ত্র, তার জন্য লঞ্চ করার আগেই টার্গেট নির্দিষ্ট করে দেওয়া যায়। যাতে কোনওভাবেই কোনও ভুল না হয়ে যায়।
এই ক্ষেপণাস্ত্র যে ভারতের সামরিক শক্তি আরও বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। এই সাফল্যের পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘নাগ মার্ক ২ ভারতের আত্মনির্ভরতা নিশ্চিত করল আরও।’বিশেষজ্ঞরা আরও বলছেন, ‘নাগ মার্ক ২’ যে কোনও জটিল অপারেশনে সাহায্য করতে সক্ষম। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, আত্মনির্ভর ভারত যে কতটা সফল, সেটাও স্পষ্ট হয়ে গেল আরও একবার।