ভারতের ৯টি রাজ্য মারাত্মক বিপদের মধ্যেজলবায়ু পরিবর্তনের জেরে ! ভয় ধরানো রিপোর্ট এলো প্রকাশ্যে
বেস্ট কলকাতা নিউজ : মহাবিপদে ভারতের বেশ কয়েকটি রাজ্য। দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক বিশৃঙ্খলা। যার কারণে প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় দ্রুত বাড়ছে। গোটা বিশ্বজুড়ে ভূমিকম্প এখন তাণ্ডব চালাচ্ছে। তার পাশাপাশি রয়েছে বন্যা, অত্যাধিক বৃষ্টিপাত, ধস, খরা প্রভৃতির মতো সমস্যা। এবার প্রকাশ্যে এল এমন এক রিপোর্ট যা শুনলে আপনি একটু ভয় পাবেন। বিশ্বের শীর্ষ ৫০ টি অঞ্চলের মধ্যে রয়েছে ভারতের নয়টি রাজ্য। যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এই রাজ্যগুলিতে জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হয়েছে একের পর এক বিপর্যয়। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে সোমবার। অস্ট্রেলিয়ার ক্রস ডিপেনডেন্সি ইনিশিয়েটিভ বা XDI গোটা বিশ্বজুড়ে প্রায় ২৬০০টিরও বেশি রাজ্য এবং সেই অঞ্চলে মানব সৃষ্ট পরিবেশের জন্য ভৌত জলবায়ুর কতটা ঝুঁকি রয়েছে সেই বিষয়ে মূল্যায়ন করেছে।
মানুষ নিজেদের প্রয়োজনে পরিবেশে নানান পরিবর্তনে এনেছে। পরিবেশে অন্তর্ভুক্ত হয়েছে এমন কিছু খারাপ প্রভাব যার জন্য দায়ী মানুষ। ‘Money Control’ এ প্রকাশিত তথ্য অনুযায়ী, XDI জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়ার সঙ্গে তুলনা করে বন্যা, দাবানল, আগুন, তাপপ্রবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ভবন আর সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য মূল্যায়ন করে। এক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে চীন আর ভারতের দিকে। এই তালিকায় ঝুঁকির শীর্ষস্থানে রয়েছে প্রায় ১১৪ টি এশিয়ান অঞ্চল। বিশ্লেষণ অনুযায়ী, ২০৫০ সালে শীর্ষ ৫০ টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্য এবং প্রদেশগুলোর ৮০ শতাংশ রয়েছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে। এই তালিকায় চীনের পর ভারতের সর্বাধিক ৯টি রাজ্য রয়েছে। যার মধ্যে ২২ নম্বরে রয়েছে বিহার, ২৫ নম্বরে উত্তর প্রদেশ, ২৪ নম্বরে আসাম, ৩২ নম্বরে রাজস্থান, ৩৬ নম্বরে তামিলনাড়ু, ৩৮ নম্বরে মহারাষ্ট্র, ৪৮ নম্বরে গুজরাট, ৫০ নম্বরে পাঞ্জাব এবং ৫২ নম্বরে কেরালা অন্তর্ভুক্ত। আসাম ১৯৯০ সালের তুলনায় ২০৫০ সালের মধ্যে মানবসৃষ্ট পরিবেশের জলবায়ু ঝুঁকিতে ৩৩০ শতাংশের বেশি বৃদ্ধি দেখতে পাবে।