ভারতে এসে পরিচয় বদলে রাহুল, বাংলাদেশের মেহবুব পুলিশের জালে২ বছর পর , উদ্ধার হল বহু জাল নথিপত্রও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশের মেহবুব হাসান রাসেল। অবৈধ ভাবে ভারতে এসে পরিচয় বদলে হয়ে গেলেন রাহুল মণ্ডল। ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে বানিয়ে ফেলেছিলেন ভারতীয় গুরুত্বপূর্ণ নথি। দুই বছর পর বাংলাদেশি ওই যুবককে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার পুলিশ। সোমবার সকালে তাকে বাগদার কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদ মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বাংলাদেশি এক যুবক দুর্গাপুরে পরিচয় গোপন করে রয়েছে। সেই মতো সোমবার সকালে বাগদা থানার পুলিশ দুর্গাপুরের মাসুদ মণ্ডলের বাড়িতে হানা দেয়। প্রথমে পুলিশের কাছে মাসুদ রাহুলকে নিজের ছেলে বলে পরিচয় দেয়। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তাঁদের কথায় অসঙ্গতি মিলায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরবর্তীতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে রাহুল বাংলাদেশের যশোরের বাসিন্দা। সেখানে তাঁর নাম ছিল মেহবুব হাসান রাসেল। দুই বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। আশ্রয় নেন মাসুদের বাড়িতে। সেখানে রাসেল নিজের নাম পরিবর্তন করে রাখেন রাহুল মণ্ডল। শুধু তাই নয়, বাড়ির মালিক মাসুদকে বাবা সাজিয়ে রাহুল মণ্ডল নামে বাংলাদেশের যুবক ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড তৈরি করেছিলেন।

পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশি যুবককে বাড়িতে আশ্রয় দেওয়া এবং ছেলে হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড। ধৃত দুজনকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বাগদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *