ভারতে ঢোকার চেষ্টা, ৩ বাংলাদেশি-সহ ৪ জন ধরা পড়লো BSF-এর জালে
বেস্ট কলকাতা নিউজ : এমনিতেই রাজ্যজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। বিএসএফ এমনকি কড়া নজরদারি চালাচ্ছে রাজ্যের সীমান্ত এলাকাগুলিতেও। সোমবার তিন বাংলাদেশি ও এক ভারতীয় অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে। চারজনকেই গ্রেফতার করে বিএসএফ। ওই চারজনকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে বিএসএফ-এর ৭৮ নং ব্যাটেলিয়ন।
ধৃত তিন বাংলাদেশি গ্রেফতারের পর জানিয়েছেন, তাঁদের এদেশে ঢোকায় সাহায্য করেছিল ভারতীয় ওই ব্যক্তিই। তাঁদের আনা হয়েছিল এদেশে শ্রমিকের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে। বিবিৃতি দিয়ে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকরা এক ভারতীয়ের সাহায্যে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে । তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নজরে আসতেই। ধৃত তিন বাংলাদেশি হলেন, আনারুল শেখ, আলআমিন শেখ ও কোনকান শেখ। তাদের বাংলাদেশ থেকে এদেশে ঢোকায় সাহায্য করেছিল বাদশাহ শেখ নামে এক ভারতীয় নাগরিক।