ভারত বদ্ধপরিকর বিশ্বকে খাওয়াতে ’ , নয়াদিল্লি জানাল আবারও গম রফতানি শুরু করে
বেস্ট কলকাতা নিউজ : ‘অনুরোধ’ এসেছিল এক ডজনেরও বেশি দেশের থেকে। তাই নরেন্দ্র মোদী সরকারকে পিছিয়ে আসতে হয়েছে গম রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেও । গম পাঠানো হচ্ছে খাদ্যসঙ্কটের মোকাবিলার জন্য । এর ফলে আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে দেশের বাজারে গমের দাম বাড়তে পারে বলে।
ঘরোয়া চাহিদা মেটাতে গত ১৩ মে কেন্দ্র গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। আর ইউক্রেন যুদ্ধের আবহে ইউরোপে গমের বাজারে ‘আগুন লেগেছিল’ নয়াদিল্লির ওই সিদ্ধান্তের জেরে । পাশাপাশি, মূল্যবৃদ্ধির আঁচ লাগে মধ্য ও পশ্চিম এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশেও। কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানিয়েছেন সেই দেশগুলির অনুরোধে গম রফতানি বন্ধের সিদ্ধান্ত শিথিল করা হয়েছে বলে।
খাদ্য মন্ত্রক সূত্রের খবর, ১৩ মে-র পর থেকে এখনও পর্যন্ত ভারত ১৮ লক্ষ টন গম বিদেশে পাঠিয়েছে। সুধাংশু বলেন, গম পাঠানো হয়েছে ‘‘বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি এবং আফগানিস্তানের মতো দেশে। অনেক দেশেই গম চেয়েছিল তাঁদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে। গম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই চাহিদা মেটাতেই। ব্যবসার জন্য নয়।’’