‘ভারত যদি সমুদ্রসীমা অতিক্রম করে’…! অবশেষে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রদূত মুখ খুললেন কাচাথিভু দ্বীপ প্রসঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : অর্ধশতাব্দী আগে ভারত-শ্রীলঙ্কা চুক্তির গল্প। আর, তাকে হাতিয়ার করে ভোটের মুখে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে রাজনৈতিক পারদ তুঙ্গে তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, কাচাথিভু দ্বীপকে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়ে কংগ্রেস আর ডিএমকে মিলে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কারণ, ওই দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ায় ভারতের কোনও লাভ তো হয়ইনি। উলটে সামরিক ক্ষেত্র, মৎসচাষে ক্ষতি হয়েছে দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ‘বোকার মত’ দ্বীপটি শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়া হয়েছিল।
যদিও নির্বাচনের ঠিক আগে মোদীর কয়েকদশকের আগের তোলা একটি ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুলেছেন, শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রদূত। কী বলেছেন অস্টিন ফার্নান্দো? তিনি বলেছেন, ‘ভোটের লক্ষ্যে এই ধরণের ইস্যুকে রাজনৈতিক ফায়দা লাভের জন্য তোলা হচ্ছে। কিন্তু ভোট মিটে গেলে এই বিষয়টি সমস্যার সৃষ্টি করতে পারে’।
বুধবার কলম্বো থেকে তিনি বলেন, ‘ভারত সরকার যদি শ্রীলঙ্কার সামুদ্রিক আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে তবে তা “সার্বভৌমত্বের লঙ্ঘন” হিসাবেই বিবেচনা করা হবে’। তিনি প্রশ্ন তোলেন, “পাকিস্তান যদি গোয়ার কাছে সমুদ্র দখলের চেষ্টা করে, ভারত কি তা সহ্য করবে? অথবা যদি বাংলাদেশ বঙ্গোপসাগরে এরকম কিছু করে, তাহলে ভারতের প্রতিক্রিয়া কী হবে?” ফার্নান্দো, ২০১৮-২০২০ সাল পর্যন্ত ভারতে শ্রীলঙ্কার হাইকমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন। ফার্নান্দো বলেছেন, “তুলনামূলকভাবে তামিলনাড়ুতে বিজেপির খুব বেশি প্রভাব নেই। তাই ভোটের আগে বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি”।
পাশাপাশি তিনি মনে করে দিয়েছেন, বিজেপি সরকার যদি ফের ক্ষমতায় আসে তাহলে ‘নির্বাচনের পরে সরকারের পক্ষে সেই ইস্যু থেকে বের হয়ে আসাটা কঠিন হবে’। তিনি এও বলেছেন, আমাদের দেশের বর্তমান কঠিন পরিস্থিতি এবং নির্বাচনী আবহে আমার মনে হয় এই বিষয়টি তোলা মোটেই উচিত হয়নি। তবে আমি বুঝতে পারছি, “বিজেপির জন্য এটা সবচেয়ে উপযুক্ত সময়।” শ্রীলঙ্কায় ভারতীয় উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এখানে বিরোধীরা ভারতীয় বিনিয়োগের সমালোচনা করে। বিজেপির কাচাথিভু ইস্যু সেই সমালোচনাকে আরও উসকে দেবে, আরেকটি কঠিন রাজনৈতিক পরিবেশ তৈরি করবে।”
কাচাথিভু দ্বীপ : কাচাথিভু হল শ্রীলঙ্কার জলসীমার মধ্যে ২৮৫ একরের একটি দ্বীপ। যা তামিলনাড়ুর রামেশ্বরমের উত্তর-পূর্বে ভারতীয় উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। শ্রীলঙ্কার ডেলফট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই দ্বীপ অনুর্বর। ১৪ শতকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে দ্বীপটি তৈরি হয়েছিল। এর দৈর্ঘ্য ১.৬ কিলোমিটার। চওড়া ৩০০ মিটার। দ্বীপটি শেষ পর্যন্ত তামিলনাড়ুর রামানাথপুরমের রামানাদ রাজাদের নিয়ন্ত্রণে ছিল। এই দ্বীপে ১২০ বছরের পুরোনো সেন্ট অ্যান্থনির চার্চ আছে। যে চার্চে ভারত এবং শ্রীলঙ্কা, উভয় দেশ থেকেই ভক্তরা ভিড় করেন।